Thursday , 19 September 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ভারতে শেখ হাসিনার বৈধভাবে থাকার মেয়াদ শেষ হচ্ছে আজ, এরপর?
--ফাইল ছবি

ভারতে শেখ হাসিনার বৈধভাবে থাকার মেয়াদ শেষ হচ্ছে আজ, এরপর?

অনলাইন ডেস্কঃ

তীব্র গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন। কূটনৈতিক পাসপোর্টের ক্ষমতায় বৈধভাবে তিনি ভারতে ৪৫ দিন থাকতে পারেন। যদিও তার সে পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার।

তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে।

রাজনৈতিক মহলে প্রশ্ন, আগামীকাল শুক্রবার (২০ সেপ্টেম্বর) থেকে শেখ হাসিনা কোন আইনের বলে ভারতে থাকবেন। এ বিষয়ে গত ১৭ সেপ্টেম্বর ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

এর আগে গত মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়ে দিয়েছেন, কূটনৈতিক পাসপোর্টের দৌলতে শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ শেষ হলেও তাকে বাংলাদেশে পাঠানোর সম্ভাবনা নেই।

কোনো কোনো মহলের যুক্তি, হয়তো তিব্বতি ধর্মগুরু দালাই লামার মতো ‌‘সাময়িকভাবে’ রাজনৈতিক আশ্রয় দেওয়া হতে পারে হাসিনাকে। তবে ভারতে থাকার বিষয়টি এখন ভারতের সিদ্ধান্তের ওপর নির্ভর করে।

শেখ হাসিনা দেশ ছাড়ার পরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে দাবি তোলা হয়, শেখ হাসিনাকে ভারত থেকে এনে তার বিচার করতে হবে। ইতিমধ্যে ছাত্র-জনতা হত্যার দায়ে শতাধিক মামলা হয়েছে হাসিনার বিরুদ্ধে।

About Syed Enamul Huq

Leave a Reply