Friday , 21 February 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ভারতে বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ
--ছবি: নাগপুর মিউনিসিপাল ফায়ার ডিপার্টমেন্ট

ভারতে বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ

অনলাইন ডেস্কঃ

প্রযুক্তিগত সমস্যার কারণে ঢাকা থেকে ছেড়ে যাওয়া দুবাইগামী বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান ভারতে জরুরি অবতরণ করেছে। বৃহস্পতিবার মহারাষ্ট্রের নাগপুর বিমানবন্দরে ৪০৮ আরোহী নিয়ে ফ্লাইটটি অবতরণ করে। ভারতের একাধিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি সূত্র জানিয়েছে, কোনো এক যাত্রী তার লাগেজে মোবাইলের পাওয়ার ব্যাংক রাখে। পরে পাইলট সিগনালে বার বার বার্তা যাওয়ায় বিমানটি জরুরি অবতরণ করে।

অন্যদিকে নাগপুর বিমানবন্দরের পরিচালক আবিদ রুহি ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডেকে জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি অবতরণে বাধ্য হয়েছে। অবতরণের পর বিমানের সকল যাত্রীকে নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়েছে বলে জানান তিনি।

বিমানবন্দরের এক কর্মকর্তার বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, যাত্রীরা সকলেই নিরাপদে রয়েছে। তাঁদের ভিন্ন একটি ফ্লাইটে গন্তব্যে পৌঁছে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

জানা গেছে, বাংলাদেশ বিমানের দুবাইগামী ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুধবার রাত ৮টা ৫৩ মিনিটে ছেড়ে যায়। উড্ডয়নের ২০ মিনিট মধ্যেই ফ্লাইটটি জরুরি অবতরণ করে ভারতের নাগপুরে। বাংলাদেশ বিমানের আরেকটি ফ্লাইট নাগপুরের উদ্দেশে এরইমধ্যে রওনা হয়েছে। সেই ফ্লাইটটি যাত্রীদের দুবাই নিয়ে যাবে।

এদিকে, ৭৭৭ ফ্লাইটটি ঢাকায় নিয়ে আসার পর আরও তল্লাশি করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply