Wednesday , 19 February 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন সেই পুলিশ সদস্য
--সংগৃহীত ছবি

ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন সেই পুলিশ সদস্য

অনলাইন ডেস্কঃ

সচিবালয়ের সামনে আন্দোলনকারীদের সরিয়ে দিচ্ছেন এক পুলিশ সদস্য। তবে তিনি কারো শরীরে আঘাত করছেন না। হাতে থাকা লাঠি কখনও সড়কে, কখনও ফাঁকা জায়গায় চালিয়ে ভয় দেখিয়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিচ্ছেন। লাঠি চালানোর সময় খেয়াল রাখছেন, তার লাঠির আঘাতে কেউ আহত না হন। সম্প্রতি ভাইরাল এক ভিডিওতে দেখা যায় এমন দৃশ্য।

ভিডিওটি ভাইরাল হওয়ার পরই প্রশংসা ভাসেন ওই পুলিশ সদস্য। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলও ভিডিওটি শেয়ার করে লেখেন, ‘এই পুলিশ ভাইটাকে অনেক ভালোবাসা।’ প্রশংসিত ওই পুলিশ সদস্যের পরিচয় জানা গেছে।

সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমার মা আমাকে সব সময় বলতেন, আমি যেন কাউকে আঘাত না করি বা কারও বিরুদ্ধে মারমুখী না হই।

ঘটনার দিনের বিস্তারিত জানিয়ে রিয়াদ হোসেন বলেন, কখন আন্দোলন হয় তা আমাদের জানা থাকে না।

সেদিন দুপুর নাগাদ একদল আন্দোলনকারী সচিবালয়ের গেটে আসে, প্রবেশ করতে চায়। এমতাবস্থায় সেখানে তাদের বাঁধা দেওয়া। বলা হয়, সচিবালয় একটি সংরক্ষিত এলাকা, এখানে প্রবেশ নিষেধ। তাদের বলা হয়, তারা যেন সচিবালয়ে প্রবেশ না করেন। সিনিয়রদের কথা অনুযায়ী, আমরা যথাযথ ব্যবস্থা নেই।
সম্পূর্ণ কম বল প্রয়োগ করে, কারও যেন ক্ষতি সাধন না হয় (এমনভাবে কাজ করি)। আমি রাস্তায় বাড়ি দিয়ে এবং পাশে বৈদ্যুতিক খুঁটি ছিল, সেখানে আঘাত করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করি। আমাদের সিনিয়ররা নির্দেশনা দেন, তাদের যেন বেশি ক্ষয়ক্ষতি না হয়। তাদের যেন ভয়ভীতি দেখিয়ে ছত্রভঙ্গ করা হয়।জুলাই অভ্যুত্থানের পরে পুলিশে নতুনভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ট্রেনিংয়ে আমাদের শেখানো হয়েছে, যথেষ্ট কম বল প্রয়োগ করে, সরকারি সম্পত্তি ক্ষতিসাধন না করে যাতে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পারি।

About Syed Enamul Huq

Leave a Reply