জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ৫জনের মধ্যে নতুন ১জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলায় ১২৪২৮জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে।
এখন পর্যন্ত জেলায় ১১৪৩৮জন করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেছে।
সর্বশেষ জেলায় ১৮০জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।
মঙ্গলবার ( ১১ জানুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন।
গতকাল রাতের ঢাকা ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি রেফারেল সেন্টার পিসিআর ল্যাবের ৫টি নমুনা রিপোর্ট এর মধ্যে আশুগঞ্জ উপজেলায় নতুন ১জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
সর্বশেষ জেলায় ১২৪২৮জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ৪৭০২জন, নাসিরনগর উপজেলায় ৩৪৩জন, সরাইল উপজেলায় ৬৯৭জন, আশুগঞ্জ উপজেলায় ১১৯০জন, বিজয়নগর উপজেলায় ৩৬৯জন, নবীনগর উপজেলায় ১৮৬০জন, আখাউড়া উপজেলায় ৬১৮জন, কসবা উপজেলায় ১৮০৫জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ৮৪৪জন করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
সর্বশেষ জেলায় ১১৪৩৮জন রোগী করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ৪৫১৭জন, নাসিরনগর উপজেলায় ৩৩৬জন, সরাইল উপজেলায় ৫৭৪জন, আশুগঞ্জ উপজেলায় ৮৪০জন, বিজয়নগর উপজেলায় ৩৬২জন, নবীনগর উপজেলায় ১৬৬৩জন, আখাউড়া উপজেলায় ৫৭৯জন, কসবা উপজেলায় ১৭৯৪জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ৭৭৩জন সুস্থ হয়েছে।
সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়ায় ৪৪জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। যার মধ্যে সদর উপজেলায় ৪৫জন, নাসিরনগর উপজেলায় ৫জন, সরাইল উপজেলায় ২৪জন, আশুগঞ্জ উপজেলায় ২০জন, বিজয়নগর উপজেলায় ৬জন, নবীনগর উপজেলায় ৪৭জন, আখাউড়া উপজেলায় ২০জন, কসবা উপজেলায় ৭জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ৬জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ১২৪২৮ জনের আক্রান্তের মধ্যে ১১৪৩৮ জন সুস্থ হয়েছেন। জেলা সদর হাসপাতালের আইসোলেশনে সেন্টারে ২জন চিকিৎসা নিচ্ছেন।
ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ৭৭১৭১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ যার মধ্যে পাওয়া ৭৭১৬৬ জনের করোনা ভাইরাসের রিপোর্টে জেলায় সর্বমোট ১২৪২৮জন আক্রান্ত হয়েছে৷