ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা শহরে মাদক কারবারিদের ছুরিকাঘাতে আহত যুবক জয় সাহা (২০) মারা গেছেন।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
জয় সাহা ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পাইকপাড়া এলাকার ৪নং ওয়ার্ডের লিটন সাহার ছেলে।
এদিকে এই মামলার চার নাম্বার আসামি দীপকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানার পুলিশ।
এ ঘটনাকে কেন্দ্র করে নিহত জয় সাহার চাচা টিটু কুমার সাহা বাদী হয়ে গত বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করে ছিলেন।
মামলায় টিটু কুমার সাহা অভিযোগ করে বলেন, তার ভাতিজা জয় এলাকায় অসামাজিক কার্যকলাপ, মাদক সেবন ও মাদক ব্যবসার সাথে জড়িত থাকা কয়েক যুবককে প্রায়ই বাঁধা দিতো। এ ঘটনার জের ধরে গত ২৭ আগস্ট সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হিমেল, দীপসহ আরো সাত-আটজন যুবক মিলে জয় সাহার উপর হামলা করে এবং জয়ের শরীরের বিভিন্ন যায়গায় ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। আহত অবস্থায় প্রথমে তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি হলে জয়কে ঢাকায় পাঠানো হয়। আজকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে জয় মারা যায়।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলার চার নম্বর আসামি দীপকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।