ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা শহরে বাড়ির পাশে খেলার সময় পুরোনো একটি দেয়াল ধসে পড়ে মোবারক উল্লাহ নামের তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে পৌরসভার ভাদুঘর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মোবারক উল্লাহ ভাদুঘর গ্রামের বড় হুজুর বাড়ির ইলিয়াস মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলের দিকে ইলিয়াস মিয়ার বাড়ির পাশে খেলছিল মোবারকসহ কয়েকজন শিশু। ওই সময় আস্তরবিহীন পাশের একটি দেয়াল শিশুর ওপর ধসে পড়ে। এতে গুরুতর জখম হয় মোবারক। দ্রুত তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আরিফুজ্জামান হিমেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। মাথায় আঘাত ও প্রচুর রক্তক্ষরণের কারনে শিশুটি মারা গেছে৷ লাশ হাসপাতালের মর্গে পাঠানো জন্য বলেছি।
এব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ এমরানুল ইসলাম জানান, বিকেলে গুরুতর আহত অবস্থায় এক শিশুকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহত শিশুর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তাদের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হলে পুলিশ আইনগত ব্যবস্থা নিবো।