ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়ার দু’জন চিকিৎসক ও তিনজন নার্সসহ ৫৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় সংক্রমণের হার ২২.৯৮% ছাড়িয়েছে।
এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলায় ১২৬১৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে।
এখন পর্যন্ত জেলায় ১১৭৭৪ জন করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেছে।
সর্বশেষ জেলায় ১৮১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।
শনিবার (২২ জানুয়ারী) সন্ধ্যা ৭টার দিকে সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।
শুক্রবারের সিভিল সার্জন ফেসবুক পেইজের তথ্যমতে জেলায় ২৪৮ জনের রিপোর্টের মধ্যে নতুন ৫৭ করোনায় আক্রান্ত শনাক্ত হয়। যার মধ্যে সদর উপজেলায় ২৪ জন, সরাইল উপজেলায় ০৪ জন, আশুগঞ্জ উপজেলায় ০৩ জন, আখাউড়া উপজেলায় ০১ জন, কসবা উপজেলায় ০৬ জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ০১ জন।
সর্বশেষ জেলায় ১২৬১৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ৪৮০৮জন, নাসিরনগর উপজেলায় ৩৫০জন, সরাইল উপজেলায় ৭০৯জন, আশুগঞ্জ উপজেলায় ১২০৩জন, বিজয়নগর উপজেলায় ৩৭২জন, নবীনগর উপজেলায় ১৮৭২জন, আখাউড়া উপজেলায় ৬২০জন, কসবা উপজেলায় ১৮৩৩জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ৮৪৯জন করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া নতুন ৩৮ করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়েছে। যার মধ্যে আশুগঞ্জ উপজেলায় ২৩ জন ও নবীনগর উপজেলায় ১৫ জন।
সর্বশেষ জেলায় ১১৭৭৪ জন রোগী করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ৪৫১৭ জন, নাসিরনগর উপজেলায় ৩৩৬ জন, সরাইল উপজেলায় ৫৮০ জন, আশুগঞ্জ উপজেলায় ৯৯৯ জন, বিজয়নগর উপজেলায় ৩৬২ জন, নবীনগর উপজেলায় ১৭৮০ জন, আখাউড়া উপজেলায় ৫৭৯ জন, কসবা উপজেলায় ১৭৯৪ জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ৮১৮ জন সুস্থ হয়েছে।
সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়ায় ১৮১ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। যার মধ্যে সদর উপজেলায় ৪৬ জন, নাসিরনগর উপজেলায় ৫ জন, সরাইল উপজেলায় ২৪ জন, আশুগঞ্জ উপজেলায় ২০ জন, বিজয়নগর উপজেলায় ৬জন, নবীনগর উপজেলায় ৪৭ জন, আখাউড়া উপজেলায় ২০ জন, কসবা উপজেলায় ৭ জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ১২৬১৬ জনের আক্রান্তের মধ্যে ১১৭৭৪ জন সুস্থ হয়েছেন। জেলা সদর হাসপাতালের আইসোলেশনে সেন্টারে ৩ জন চিকিৎসা নিচ্ছেন।
ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ৭৮৫০১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ যার মধ্যে ৭৮৪৯৬ জনের করোনা ভাইরাসের রিপোর্টে জেলায় সর্বমোট ১২৬১৬ জন আক্রান্ত হয়েছে৷