ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় ৮৫ ও ৪৫ বছর বয়সী একজন পুরুষ এবং সদর ৭৫ বছর বয়সী একজন মহিলা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। তাদের মধ্যে তিনজনই তাদের নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় নতুন ৩৭ জন সহ জেলায় নতুন ১৫৪ জনের করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে। জেলায় সংক্রমণের হার ১৪.২৫% ছাড়িয়েছে।
এখন পর্যন্ত জেলায় এন্টিজেন ও পিসিআর ল্যাবের রিপোর্টে সর্বশেষ ১১০০১ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
এখন পর্যন্ত জেলায় ৭৫০৬ জন করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেছে।
সর্বশেষ জেলায় ১৬৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।
মঙ্গলবার (২৩ আগস্ট ) রাত সাড়ে ১১টার দিকে জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন।
গতকালের ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের পিসিআর, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের পিসিআর ল্যাবের ও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের র্যাপিড এন্টিজেন ল্যাবের ১০৮১ টি রিপোর্টে নতুন আরও ১৫৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ৩৭ জন, সরাইল উপজেলায় ১৫ জন, আশুগঞ্জ উপজেলায় ০৯ জন, বিজয়নগর উপজেলায় ০৪ জন, নবীনগর উপজেলায় ০৫ জন, আখাউড়া উপজেলায় ০৬ জন, কসবা উপজেলায় ৭৩ জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ০৫ জন শনাক্ত হয়েছে।
সর্বশেষ জেলায় ১১০০১ জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ৪১০৮ জন, নাসিরনগর উপজেলায় ৩০৪ জন, সরাইল উপজেলায় ৬১৬ জন, আশুগঞ্জ উপজেলায় ১০১৮ জন, বিজয়নগর উপজেলায় ৩২১ জন, নবীনগর উপজেলায় ১৬৯৫ জন, আখাউড়া উপজেলায় ৫৪৬ জন, কসবা উপজেলায় ১৬২০ জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ৭৭৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘন্টায় জেলায় ১৬১ জন সুস্থ হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ৬৬ জন, সরাইল উপজেলায় ১৮ জন, আশুগঞ্জ উপজেলায় ৫২ জন, বিজয়নগর উপজেলায় ০৫ জন ও আখাউড়া উপজেলায় ২০ জন করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেছে।
সর্বশেষ জেলায় ৭৫০৬ জন রোগী করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ২০৫৪ জন, নাসিরনগর উপজেলায় ২৫৭ জন, সরাইল উপজেলায় ৩৭২ জন, আশুগঞ্জ উপজেলায় ৭৬৮ জন, বিজয়নগর উপজেলায় ২৪৯ জন, নবীনগর উপজেলায় ১৩৪৯ জন, আখাউড়া উপজেলায় ৪৫৪ জন, কসবা উপজেলায় ১১৮৩ জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ৫২০ জন করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেছে।
গত ২৪ ঘন্টায় জেলায় আরও ০৩ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ০১ জন ও সরাইল উপজেলায় ০২ জন মৃত্যুবরণ করেন।
সর্বশেষ জেলায় ১৬৩ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। যার মধ্যে সদর উপজেলায় ৪২ জন, নাসিরনগর উপজেলায় ০৫ জন, সরাইল উপজেলায় ১৬ জন, আশুগঞ্জ উপজেলায় ২০ জন, বিজয়নগর উপজেলায় ০৬ জন, নবীনগর উপজেলায় ৪১ জন, আখাউড়া উপজেলায় ২০ জন, কসবা উপজেলায় ০৭ জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ০৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ১১০০১ জন আক্রান্তের মধ্যে ৭৫০৬ জন সুস্থ হয়েছেন। কিন্তু এখনো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৩৩২ জন রোগী আইসোলেশনে আছে ও সেলফ আইসোলেশনে ৩৩১২ জন আছে। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসা পাচ্ছে ২০ জন রোগী।
সর্বশেষ গত ২৪ ঘন্টায় জেলায় করোনা ভাইরাস শনাক্তের জন্য ৩৬৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন ১০৮১ জনের করোনার রিপোর্ট প্রকাশ হয়েছে৷
এখন পর্যন্ত জেলায় ৬০৯৯৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ যার মধ্যে পাওয়া ৬০১৬৩ জনের করোনা ভাইরাসের রিপোর্টে জেলায় সর্বমোট ১১০০১ জন আক্রান্ত হয়েছে৷