ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়া নতুন আরও ২ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে।
যার মধ্যে সদর উপজেলায় ৮০ বছর বয়সী একজন পুরুষ ও আখাউড়া উপজেলায় ৮৫ বছর বয়সী একজন পুরুষ । ব্রাহ্মণবাড়িয়ায় করোনা সংক্রমণের হার ২৫.৮১% ছাড়িয়ে।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় নতুন ৪৯ জন সহ জেলায় নতুন ১৮৪ জনের করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে।
এখন পর্যন্ত জেলায় এন্টিজেন ও পিসিআর ল্যাবের রিপোর্টে সর্বশেষ ৯৮২২ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
এখন পর্যন্ত জেলায় ৫৪১৭ জন করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেছে।
সর্বশেষ জেলায় ১৩৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।
মঙ্গলবার (১০ আগস্ট ) রাত ৮টার দিকে জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন।
গতকালের ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের পিসিআর, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের পিসিআর ল্যাবের ও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের র্যাপিড এন্টিজেন ল্যাবের ৭১৩ টি রিপোর্টে নতুন আরও ১৮৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ৪৯ জন, নাসিরনগর উপজেলায় ১২ জন, সরাইল উপজেলায় ১৫ জন, বিজয়নগর উপজেলায় ০৬ জন, নবীনগর উপজেলায় ১৪ জন, কসবা উপজেলায় ৭৬ জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ২৪ জন শনাক্ত হয়েছে।
সর্বশেষ জেলায় ৯৮২২ জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ৩৬০৭ জন, নাসিরনগর উপজেলায় ২৬০ জন, সরাইল উপজেলায় ৫২৬ জন, আশুগঞ্জ উপজেলায় ৯০৬ জন, বিজয়নগর উপজেলায় ২৭১ জন, নবীনগর উপজেলায় ১৬৪৬ জন, আখাউড়া উপজেলায় ৪৮১ জন, কসবা উপজেলায় ১৪২৮ জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ৬৯৭ জন শনাক্ত হয়েছে।
সর্বশেষ জেলায় ৫৪১৭ জন রোগী করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ১৯৯৯ জন, নাসিরনগর উপজেলায় ১৭৯ জন, সরাইল উপজেলায় ২৭২ জন, আশুগঞ্জ উপজেলায় ৫০৪ জন, বিজয়নগর উপজেলায় ১৮০ জন, নবীনগর উপজেলায় ৭৫৭ জন, আখাউড়া উপজেলায় ৩১৬ জন, কসবা উপজেলায় ৮৪৮ জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ৩৬২ জন সুস্থ হয়েছে।
সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়ায় ১৩৯ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। যার মধ্যে সদর উপজেলায় ৪০ জন, নাসিরনগর উপজেলায় ০৫ জন, সরাইল উপজেলায় ১২ জন, আশুগঞ্জ উপজেলায় ১৯ জন, বিজয়নগর উপজেলায় ০৩ জন, নবীনগর উপজেলায় ৩১ জন, আখাউড়া উপজেলায় ১৮ জন, কসবা উপজেলায় ০৭ জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ০৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ৯৮২২ জন আক্রান্তের মধ্যে ৫৪১৭ জন সুস্থ হয়েছেন। কিন্তু এখনো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪২৬৬ জন রোগী আইসোলেশনে আছে ও সেলফ আইসোলেশনে ৪১৮৯ জন আছে। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসা পাচ্ছে ৭৭ জন রোগী।
সর্বশেষ গত ২৪ ঘন্টায় জেলায় করোনা ভাইরাস শনাক্তের জন্য কোন নমুনা সংগ্রহ করা হয়নি। গত ২৪ ঘন্টায় নতুন ৭১৩ জনের করোনার রিপোর্ট প্রকাশ হয়েছে৷
এখন পর্যন্ত জেলায় ৫৫২৪৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ যার মধ্যে পাওয়া ৫৪৯৯৭ জনের করোনা ভাইরাসের রিপোর্টে জেলায় সর্বমোট ৯৮২২ জন আক্রান্ত হয়েছে৷