ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ সদস্যদের ওপর হামলা চালিয়েছে মাদক ব্যবসায়ীরা।এ সময় কয়েকজন র্যাব সদস্য আহত হয়েছেন।
গত বৃহস্পতিবার (১জুলাই) মধ্যরাতে ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
ঘটনার বিবরণ সূত্রে জানা গেছে, ঘটনার দিন ওই গ্রামে মাদকের চালান হচ্ছে বলে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যাব-৯ শায়েস্তাগঞ্জ এর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অভিযান চালান।
অভিযান চলাকালে আবু মিয়া (২৭), বাহার মিয়া (২৮) ও সাত্তার মিয়া (৩২) নামে তিন মাদক কারবারিকে ১০০ গ্রাম হেরোইন, ২৩৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ দুই লাখ ৮১ হাজার ১৭০ টাকাসহ আটক করেন র্যাব সদস্যরা।র্যাব এর উপস্থিতি বুঝতে পেরে মাদক ব্যবসায়ীরা ধারালো পল,লোহার রড,রাম দা নিয়ে র্যাব সদস্যদের উপর আক্রমন করে।
এ সময় মাদক ব্যবসায়ীদের ধারালো অস্রের আঘাতে র্যাবের এ,এস,আই বকুল হোসেন ও নায়েক তৌফিকুল ইসলাম মারাত্বক আহত হন। আহতরা হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। ওই ঘটনায় র্যাবের (ডিএডি) মো. হান্নান বাদী হয়ে ২১জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১০০-১৫০ জনের বিরুদ্ধে নাসিরনগর থানায় মামলা দায়ের করেছেন।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার জানান, গ্রেপ্তারকৃত তিন মাদকব্যবসায়ীকে আদালতে প্রেরণ করা হবে বলে জানান এবং বাকি আসামিদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।