Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ৭৮ জনের করোনা ভাইরাস শনাক্ত

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ৭৮ জনের করোনা ভাইরাস শনাক্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় নতুন ৩০ জনসহ জেলায় নতুন ৭৮ জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। জেলায় সংক্রমণের হার বেড়েছে৷ ব্রাহ্মণবাড়িয়ায় নতুন সংক্রমণের হার ৩৭.৫০%৷

এখন পর্যন্ত জেলায় এন্টিজেন ও পিসিআর ল্যাবের রিপোর্টে সর্বশেষ ৫৩৭৪ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত জেলায় ৩৯৮৬ জন করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেছে।

সর্বশেষ জেলায় ৭৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।

শুক্রবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন।

গতকালের ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের পিসিআর, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের পিসিআর ল্যাবের ও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের র‍্যাপিড এন্টিজেন ল্যাবের ২০৮টি রিপোর্টে নতুন আরও ৭৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। যার মধ্যে কসবা উপজেলায় ০৩ জন, সরাইল উপজেলায় ১২ জন, আখাউড়া উপজেলায় ০৩ জন, আশুগঞ্জ উপজেলায় ১৪ জন, বিজয়নগর উপজেলায় ০৪ জন, নবীনগর উপজেলায় ৩০ জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ১২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

সর্বশেষ জেলায় ৫৩৭৪ জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ২২০০ জন, আখাউড়া উপজেলায় ৩৫৯ জন, বিজয়নগর উপজেলায় ১৫৩ জন, নাসিরনগর উপজেলায় ১৫৪ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ৩৩৪ জন, নবীনগর উপজেলায় ৭৮২ জন, সরাইল উপজেলায় ২৫৫ জন, আশুগঞ্জ উপজেলায় ৫২৪ জন ও কসবা উপজেলায় ৬১৩ জন।

সর্বশেষ জেলায় ৩৯৮৬ জন রোগী করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছে। উপজেলা ভিত্তিক নতুন ২৯ জনের সুস্থতার তালিকা এখনো জানা যায়নি। তবে গতকাল পর্যন্ত সদর উপজেলায় ১৭৬১ জন, আখাউড়া উপজেলায় ২৬৫ জন, বিজয়নগর উপজেলায় ১২৭ জন, নাসিরনগর ১৩৪ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ২৩২ জন, নবীনগর উপজেলায় ৫০৩ জন, সরাইল উপজেলায় ১৬৮ জন, আশুগঞ্জ উপজেলায় ৩৮৬ জন ও কসবা উপজেলায় ৩৮১ জন।

সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়ায় ৭৬ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। যার মধ্যে সদর উপজেলায় ২৪ জন, আখাউড়া উপজেলায় ১৩ জন, বিজয়নগর উপজেলায় ০৩ জন, নাসিরনগর উপজেলায় ০৪ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ০৪ জন, নবীনগর উপজেলায় ১৬ জন, সরাইল উপজেলায় ০৪ জন, আশুগঞ্জ উপজেলায় ০৫ জন ও কসবা উপজেলায় ০৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ৫৩৭৪ জন আক্রান্তের মধ্যে ৩৯৮৬ জন সুস্থ হয়েছেন। কিন্তু এখনো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১২৬৩ জন রোগী আইসোলেশনে আছে ও সেলফ আইসোলেশনে ১২২০ জন আছে। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসা পাচ্ছে ৪৩ জন রোগী।

এখন পর্যন্ত জেলায় ৪২২৩৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ যার মধ্যে পাওয়া ৪১৯৬০ জনের করোনা ভাইরাসের রিপোর্টে জেলায় সর্বমোট ৫৩৭৪ জন আক্রান্ত হয়েছে৷

About Syed Enamul Huq

Leave a Reply