Monday , 25 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ২৪ জনের করোনা ভাইরাস শনাক্ত

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ২৪ জনের করোনা ভাইরাস শনাক্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় নতুন ১৫ জন জন সহ জেলায় নতুন ২৪ জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত জেলায় এন্টিজেন ও পিসিআর ল্যাবের রিপোর্টে সর্বশেষ ৪০৮৭ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত জেলায় ৩৭০৬ জন করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেছে।

সর্বশেষ জেলায় ৫৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।

মঙ্গলবার (২২ জুন) রাত ৮টার দিকে জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন।

গতকালের ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের পিসিআর, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের পিসিআর ল্যাবের ও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের র‍্যাপিড এন্টিজেন ল্যাবের ১৮৬ টি রিপোর্টে নতুন আরও ২৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ১৫ জন, আখাউড়া উপজেলায় ০৩ জন, আশুগঞ্জ উপজেলায় ০২ জন, বিজয়নগর উপজেলায় ০১ জন, নাসিরনগর উপজেয়াল ০১ জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ০২ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে।

সর্বশেষ জেলায় ৪০৮৭ জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ১৮১০ জন, আখাউড়া উপজেলায় ৩০০ জন, বিজয়নগর উপজেলায় ১২৭ জন, নাসিরনগর উপজেলায় ১৩৬ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ২৩৫ জন, নবীনগর উপজেলায় ৫২০ জন, সরাইল উপজেলায় ২০৫ জন, আশুগঞ্জ উপজেলায় ৩৭২ জন ও কসবা উপজেলায় ৩৮২ জন।

সর্বশেষ জেলায় ৩৭০৬ জন রোগী করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১৬৬৭ জন, আখাউড়া উপজেলায় ২৪২ জন, বিজয়নগর উপজেলায় ১১৬ জন, নাসিরনগর ১৩০ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ১৯১ জন, নবীনগর উপজেলায় ৪৯৩ জন, সরাইল উপজেলায় ১৫৬ জন, আশুগঞ্জ উপজেলায় ৩৪৯ জন ও কসবা উপজেলায় ৩৬২ জন।

সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়ায় ৫৯ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। যার মধ্যে সদর উপজেলায় ২০ জন, আখাউড়া উপজেলায় ১১ জন, বিজয়নগর উপজেলায় ০৩ জন, নাসিরনগর উপজেলায় ০২ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ০৪ জন, নবীনগর উপজেলায় ১৩ জন, সরাইল উপজেলায় ০২ জন, আশুগঞ্জ উপজেলায় ০২ জন ও কসবা উপজেলায় ০২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।

এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় কোভিড ভ্যাকসিনের জন্য রেজিষ্ট্রেশন হয়েছে ৮৩৫৬৬ জন।

এখন পর্যন্ত কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৬৮৪২৯ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৮৪৫১ জন।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ৪০৮৭ জন আক্রান্তের মধ্যে ৩৭০৬ জন সুস্থ হয়েছেন। কিন্তু এখনো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৯৮ জন রোগী আইসোলেশনে আছে ও সেলফ আইসোলেশনে ২৮২ জন আছে। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসা পাচ্ছে ১৬ জন রোগী।

এখন পর্যন্ত জেলায় ৩৬৭৬৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ যার মধ্যে পাওয়া ৩৬৫৯৭ জনের করোনা ভাইরাসের রিপোর্টে জেলায় সর্বমোট ৪০৮৭ জন আক্রান্ত হয়েছে৷

About Syed Enamul Huq

Leave a Reply