ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় নতুন ০৪ জন সহ জেলায় নতুন ০৬ জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় এন্টিজেন ও পিসিআর ল্যাবের রিপোর্টে সর্বশেষ ৩৯৮২ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় ৩৬৬৫ জন করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেন।
সর্বশেষ জেলায় ৫৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। মঙ্গলবার (১৫ জুন) রাত সাড়ে ৯টার দিকে জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন।
গতকালের ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের পিসিআর, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের পিসিআর ল্যাবের ও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের র্যাপিড এন্টিজেন ল্যাবের ১৮৪ টি রিপোর্টে নতুন আরও ০৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ০৪ জন, আশুগঞ্জ উপজেলায় ০১ জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ০১ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে।
সর্বশেষ জেলায় ৩৯৮২ জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ১৭৬০ জন, আখাউড়া উপজেলায় ২৮৩ জন, বিজয়নগর উপজেলায় ১২৫ জন, নাসিরনগর উপজেলায় ১৩৪ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ২২৭ জন, নবীনগর উপজেলায় ৫১৪ জন, সরাইল উপজেলায় ২০২ জন, আশুগঞ্জ উপজেলায় ৩৬০ জন ও কসবা উপজেলায় ৩৭৭ জন।