ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের হরতাল চলাকালে ক্ষতিগ্রস্থ বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনের সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অবঃ) এবি তাজুল ইসলাম।
মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে তিনি হামলায় ক্ষতিগ্রস্থ ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব পরিদর্শন করেন এবং আহত প্রেসক্লাব সভাপতি রিয়াজউদ্দিন জামির সাথে কথা বলেন ও অন্যান্য আহত সাংবাদিকদের খোঁজখবর নেন।
এছাড়াও তিনি জেলা পরিষদসহ বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন। পরিদর্শন কালে জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল- মামুন সরকার, দপ্তর সম্পাদক তানজিল আহমেদ, সহ-সভাপতি পীয‚ষ কান্তি আচার্য, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, যুগ্ম সম্পাদক সৈয়দ রিয়াজ আহমেদ অপু, দপ্তর সম্পাদক শাহজাহান সাজু, তথ্য ও আইসিটি সম্পাদক মজিবুর রহমান খান, কার্যকরী সদস্য মনির হোসেনসহ সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।