ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। জেলায় সংক্রমণের হার ৩৯.৫৪% ছাড়িয়েছে।
যার মধ্যে সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় আশুগঞ্জ উপজেলায় একজন পুরুষ (৫০) এবং নবীনগর উপজেলায় রোগীর নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় একজন পুরুষ (৩০) ও আখাউড়া উপজেলায় একজন মহিলা (৪২) মৃত্যু হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় নতুন ৬২ জন সহ জেলায় নতুন ১৭২ জন শনাক্ত হয়েছে।
এখন পর্যন্ত জেলায় এন্টিজেন ও পিসিআর ল্যাবের রিপোর্টে সর্বশেষ ৭৩২৭ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
এখন পর্যন্ত জেলায় ৪৪৬১ জন করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেছে।
সর্বশেষ জেলায় ৯৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।
বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত ৮টার দিকে জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন।
গতকালের ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের পিসিআর, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের পিসিআর ল্যাবের ও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের র্যাপিড এন্টিজেন ল্যাবের ৪৩৫ টি রিপোর্টে নতুন আরও ১৭২ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ৬২ জন, নাসিরনগর উপজেলায় ০১ জন, সরাইল উপজেলায় ১৭ জন, আশুগঞ্জ উপজেলায় ২৯ জন, বিজয়নগর ০১ জন, নবীনগর উপজেলায় ০৮ জন, আখাউড়া উপজেলায় ০৩ জন ও কসবা উপজেলায় ৫৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
সর্বশেষ জেলায় ৭৩২৭ জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ২৮৭৩ জন, নাসিরনগর উপজেলায় ১৯৪ জন, সরাইল উপজেলায় ৩৬৭ জন, আশুগঞ্জ উপজেলায় ৭০৯ জন, বিজয়নগর উপজেলায় ১৮৬ জন, নবীনগর উপজেলায় ১১৪৮ জন, আখাউড়া উপজেলায় ৩৯৬ জন, কসবা উপজেলায় ৯৭৮ জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ৪৭৬ জন।
সর্বশেষ জেলায় ৪৪৬১ জন রোগী করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ১৮৩৬ জন, নাসিরনগর উপজেলায় ১৪৭ জন, সরাইল উপজেলায় ২১১ জন, আশুগঞ্জ উপজেলায় ৪১৩ জন, বিজয়নগর উপজেলায় ১৫০ জন, নবীনগর উপজেলায় ৫৩০ জন, আখাউড়া উপজেলায় ৩১১ জন, কসবা উপজেলায় ৫৭৭ জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ২৮৬ জন সুস্থ হয়েছে।
সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়ায় ৯৫ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। যার মধ্যে সদর উপজেলায় ২৮ জন, নাসিরনগর উপজেলায় ০৫ জন, সরাইল উপজেলায় ০৫ জন, আশুগঞ্জ উপজেলায় ১৩ জন, বিজয়নগর উপজেলায় ০৩ জন, নবীনগর উপজেলায় ২০ জন, আখাউড়া উপজেলায় ১৪ জন, কসবা উপজেলায় ০৩ জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ০৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ৭৩২৭ জন আক্রান্তের মধ্যে ৪৪৬১ জন সুস্থ হয়েছেন। কিন্তু এখনো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৭৭১ জন রোগী আইসোলেশনে আছে ও সেলফ আইসোলেশনে ২৭০৮ জন আছে। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসা পাচ্ছে ৬৩ জন রোগী।
সর্বশেষ গত ২৪ ঘন্টায় জেলায় ৯৬৬ জনের করোনা ভাইরাসের শনাক্তের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন ৪৩৫ জনের করোনার রিপোর্ট প্রকাশ হয়েছে৷
এখন পর্যন্ত জেলায় ৪৭৯৩৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ যার মধ্যে পাওয়া ৪৭৩৩৯ জনের করোনা ভাইরাসের রিপোর্টে জেলায় সর্বমোট ৭৩২৭ জন আক্রান্ত হয়েছে৷