Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ব্রাহ্মণবাড়িয়ায় করোনা আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু। নতুন ১০৬ শনাক্ত

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু। নতুন ১০৬ শনাক্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২ জন মারা গেছে। তারা হলেন সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে ৬০ বছর বয়সী একজন মহিলা ও আশুগঞ্জে রোগীর নিজ বাসস্থানে ৬০ বছরের আরও এক মহিলা মৃত্যুবরণ করেন। এনিয়ে জেলায় ৮১ জন মৃত্যু হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় নতুন ১৫ জনসহ জেলায় নতুন ১০৬ জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। জেলায় সংক্রমণের হার ৪২.৯% ভাগ ছাড়িয়েছে।৷

এখন পর্যন্ত জেলায় এন্টিজেন ও পিসিআর ল্যাবের রিপোর্টে সর্বশেষ ৫৬৪০ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত জেলায় ৪০৬৫ জন করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেছে।

সর্বশেষ জেলায় ৮১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।

রোববার (১৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন।

গতকালের ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের পিসিআর, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের পিসিআর ল্যাবের ও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের র‍্যাপিড এন্টিজেন ল্যাবের ২৪৭টি রিপোর্টে নতুন আরও ১০৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ১৫ জন, কসবা উপজেলায় ১৬ জন, সরাইল উপজেলায় ০২ জন, আশুগঞ্জ উপজেলায় ১৭ জন, নাসিরনগর উপজেলায় ০২ জন, নবীনগর উপজেলায় ৩৭ জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ১৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

সর্বশেষ জেলায় ৫৬৪০ জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ২৩১৫ জন, আখাউড়া উপজেলায় ৩৬৪ জন, বিজয়নগর উপজেলায় ১৫৫ জন, নাসিরনগর উপজেলায় ১৫৯ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ৩৫১ জন, নবীনগর উপজেলায় ৮২৩ জন, সরাইল উপজেলায় ২৬৬ জন, আশুগঞ্জ উপজেলায় ৫৪৭ জন ও কসবা উপজেলায় ৬৫৯ জন।

সর্বশেষ জেলায় ৪০৬৫ জন রোগী করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছে। উপজেলা ভিত্তিক নতুন ৬৫ জনের সুস্থতার তালিকা এখনো জানা যায়নি। তবে গতকাল পর্যন্ত সদর উপজেলায় ১৭৬১ জন, আখাউড়া উপজেলায় ২৬৫ জন, বিজয়নগর উপজেলায় ১২৮ জন, নাসিরনগর ১৩৬ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ২৩২ জন, নবীনগর উপজেলায় ৫৩০ জন, সরাইল উপজেলায় ১৬৮ জন, আশুগঞ্জ উপজেলায় ৩৯৯ জন ও কসবা উপজেলায় ৩৮১ জন।

সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়ায় ৮১ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। যার মধ্যে সদর উপজেলায় ২৫ জন, আখাউড়া উপজেলায় ১৩ জন, বিজয়নগর উপজেলায় ০৩ জন, নাসিরনগর উপজেলায় ০৪ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ০৪ জন, নবীনগর উপজেলায় ১৬ জন, সরাইল উপজেলায় ০৪ জন, আশুগঞ্জ উপজেলায় ০৯ জন ও কসবা উপজেলায় ০৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ৫৬৪০ জন আক্রান্তের মধ্যে ৪০৬৫ জন সুস্থ হয়েছেন। কিন্তু এখনো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৪৫৫ জন রোগী আইসোলেশনে আছে ও সেলফ আইসোলেশনে ১৪১৪ জন আছে। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসা পাচ্ছে ৪১ জন রোগী।

এখন পর্যন্ত জেলায় ৪২৮৭৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ যার মধ্যে পাওয়া ৪২৬৯৬ জনের করোনা ভাইরাসের রিপোর্টে জেলায় সর্বমোট ৫৬৪০ জন আক্রান্ত হয়েছে৷

About Syed Enamul Huq

Leave a Reply