Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বোয়ালমারীতে সরকারি গাছ বিক্রি করলেন সাবেক চেয়ারম্যান
--প্রেরিত ছবি

বোয়ালমারীতে সরকারি গাছ বিক্রি করলেন সাবেক চেয়ারম্যান

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সরদার মজিবর রহমানের বিরুদ্ধে রাস্তার পাশে সরকারি জমিতে থাকা ৫ টি মেহগনি গাছ বিক্রির অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘোষপুর ইউনিয়নের ভীমপুর বাজারে ওই সাবেক ইউপি চেয়ারম্যান সরদার মজিবর রহমানের মার্কেটের সামনে রাস্তার পাশে সরকারি জমিতে ৫ টি মেহগনি গাছ তিনি সম্প্রতি বিক্রি করেন। বুধবার সকালে ওই মেহগনি গাছক্রয়কারী গাছ ব্যবসায়ী মো. মোতালেব হোসেন গাছগুলো কাটা শুরু করেন। ৩ টি গাছ কাটার পর অভিযোগের ভিত্তিতে বোয়ালমারী উপজেলা প্রশাসন গাছ কাটা বন্ধের নির্দেশ দেন।
গাছগুলো স্থানীয় গাছ ব্যবসায়ী মোতালেব হোসেনের নিকট ২৬ হাজার ৫০০ টাকায় সাবেক ওই চেয়ারম্যান বিক্রি করেছেন বলে গাছ কর্তনকারী মনু শেখ জানান।
এ ব্যাপারে সরদার মজিবর রহমান বলেন, ওই গাছগুলো আমার ব্যক্তিগত জায়গায় পড়েছে। গাছগুলোর শিকড় আমার বিল্ডিংয়ের মধ্যে ঢুকে বিল্ডিংয়ের ক্ষতি করায় গাছগুলো কেটে ফেলা হচ্ছে।
বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন, খবর পেয়ে গাছ কাটা বন্ধের নির্দেশ দিয়েছি এবং তহশিলদার পাঠিয়েছি। তহশিলদারের মাপজোখ শেষে জানা যাবে ওই গাছগুলো সরকারি না ব্যক্তিমালিকানাধীন।

About Syed Enamul Huq

Leave a Reply