Thursday , 3 April 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

বোয়ালমারীতে মানব পাচার মামলার পলাতক আসামি গ্রেফতার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারী থানা পুলিশ মানব পাচার মামলার পলাতক আসামি সোহাগ মল্লিককে (২২) মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার কানখরদি বাসষ্ট্যান্ড থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতকে বুধবার ফরিদপুর আদালতে প্রেরন করা হয়েছে। গ্রেফতারকৃত সোহাগ মল্লিক সাতৈর ইউনিয়নের কানখরদি গ্রামের আক্কাচ মল্লিকের ছেলে।
থানা সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর এসআই মো. নজরুল ইসলাম বাদি হয়ে সোহাগ মল্লিকের নামে ৭(১০) ধারায় মানব পাচার আইনে মামলা করেন। মামলার পর থেকে আসামি সোহাগ মল্লিক পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ২টার দিকে থানার এসআই মামুন ইসলাম কানখরদি বাসষ্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতকে বুধবার ফরিদপুর আদালতে প্রেরন করা হয়েছে।
থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, মামলার পর থেকে আসামি সোহাগ মল্লিক পলাতক ছিল। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply