বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে ২০২০-২১ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের নিজস্ব পুকুরে পোনামাছ অবমুক্তকরণের উদ্বোধন করা হয়। বোয়ালমারী উপজেলা মৎস্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ প্রধান অতিথি থেকে পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক, ফরিদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা এম এম আজম আলী, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড় প্রমুখ। এদিন উপজেলার মোট ১১ টি অভ্যন্তরীণ জলাভূমি, বর্ষাপ্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে নীরোগ, সুস্থ, সবল ও জীবন্ত ৩৬৮ কেজি মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।