আব্দুল্লাহ আল মামুন রনী, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারী থানা পুলিশ দেশের ৬৬০ থানার ন্যায় একযোগে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান পালন করে। বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে পবিত্র কোরআন খতম, কেক কাটা এবং মিষ্টি মুখের মধ্যে দিয়ে উদযাপন করলো। ঐতিহাসিক ৭ মার্চ উদযাপনের মধ্যে দিয়ে স্মরণ করা হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্বাস্থ্যবিধি মেনে সবাই উপজেলা মাল্টি পার্পাস অডিটরিয়ামে রবিবার (৭মার্চ ২০২১) বিকাল তিনটায় অনুষ্ঠানে যোগ দেন।
বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মুনজুর হোসেন বুলবুল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান রেখা পারভীন, বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি)- মারিয়া হক। স্বাগত বক্তব্য দেন, বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আবুল খায়ের প্রমুখ। অনুষ্ঠানে পুলিশ সদস্য ছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের দিনটিতে সারা দেশের সব থানার ন্যায় বিকাল ৩টায় একযোগে আনন্দ উদযাপন করা হচ্ছে আমাদের বোয়ালমারী থানাতেও। “রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ রাজনৈতিক ভাষণ। লেখক ও ইতিহাসবিদ জ্যাকব এফ ফিল্ডের বিশ্বসেরা ভাষণ নিয়ে লেখা ‘উই স্যাল ফাইট অন দ্য বিচেস : দ্য স্পিচেস দ্যাট ইনস্পায়ার্ড হিস্টোরি’ গ্রন্থে এই ভাষণ স্থান পেয়েছে। অসংখ্য ভাষায় অনুদিত হয়েছে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ।” ২০০৮ সালের পর থেকে বাংলাদেশের উন্নয়নে আমুল পরিবর্তন এসেছে। দারিদ্র্যতা হার অনেক কমেছে। প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে এ দেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতের সম্মিলিত প্রয়াসের ফল আমাদের এ অর্জন। প্রধানমন্ত্রীসহ এ দেশের ১৮ কোটি মানুষকে এ ঐতিহাসিক অর্জনের জন্য সাধুবাদ জানাই। ২০১৭ সালের ৩০ অক্টোবরে ইউনেস্কো ৭ মার্চের ভাষণকে ‘ডকুমেন্টারি হেরিটেজ’ (বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য) হিসাবে স্বীকৃতি দেয়।
আব্দুল্লাহ আল মামুন রনী