Sunday , 24 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

‘বোয়ালমারীতে সেনাবাহিনীর টহল‘ লকডাউনের তৃতীয় দিনে জরিমানা ১৮ হাজার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় শনিবার লকডাউনের তৃতীয় দিনে কঠোর বিধিনিষেধ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০ পথচারীসহ, দোকানদার, বেকারি ও হোটেল মালিককে ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক। সর্বাত্মক লকডাউনের তৃতীয় দিনে বোয়ালমারী উপজেলায় সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেনাবাহিনীকে টহল দিতে দেখা যায়। 
আদালত সূত্রে জানা যায়, সারা দেশে চলমান সর্বাত্মক লকডাউনের তৃতীয় দিন শনিবার কঠোর লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ১০ পথচারী, দোকানদার, বেকারি ও হোটেল মালিককে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ এর ২৪ (২) অনুসারে ভ্রাম্যমাণ আদালতে ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলার চতুল ইউনিয়নের ময়েনদিয়া, রাজাপুর এবং বোয়ালমারী পৌরসদরের বাজার অভিযান পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মারিয়া হক এই জরিমানা আদায় করেন। কোন কোন অভিযানে তাঁর সাথে সেনাবাহিনীর সদস্যদের দেখা গেছে। 

About Syed Enamul Huq

Leave a Reply