Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

বোয়ালমারীতে সালিশ অমান্য করে কাজে বাধা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরের স্বর্ণকার পট্টিতে সালিশ অমান্য করে এক ভাইয়ের কাজে অন্য ভাইদের বাধা দেয়ার অভিযোগ উঠেছে। জানা যায়, জেলার বোয়ালমারী থানাধীন ৮৪ নং কামারগ্রাম মৌজার বি,এস ৯৪৪ নং খতিয়ানের ৬৫২৮ ও ৬৫৪৬ নং দাগের ২.২৫ শতাংশ জমি পৈতৃকসূত্রে প্রাপ্ত হয়ে কালিপদ বসাকের ছেলে উত্তম কুমার বসাক স্বত্ববান দখলদার ছিলেন। উত্তমের অপর তিন ভাই নারায়ন চন্দ্র বসাক, প্রবির বসাক ও শংকর বসাক উক্ত জমি জোরপূর্বক জবর দখল করার পায়তারা ও হুমকি দিচ্ছে মর্মে গত ৭ অক্টোবর ফরিদপুর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে উত্তম বসাকের স্ত্রী ডলি বসাক মামলা করেন। এর আগে গত ৪ আগস্ট ওই জায়গার বিরোধ নিষ্পত্তির জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে এক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে চতুল ইউপি চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু, ৩ নং ওয়ার্ড পৌর কমিশনার শেখ আজিজুল হক, স্বর্ণ ব্যবসায়ী অগ্নি কুমার দে, মদন কুমার দাস, বাসুদেব সাহা, সুমন কুমার বণিক প্রমুখ উপস্থিত ছিলেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর ওই বৈঠকের সভাপতি শরীফ সেলিমুজ্জামান লিটু উপস্থিত সালিশবর্গের সাথে আলোচনা করে কতিপয় সিদ্ধান্ত গ্রহণ করেন। সিদ্ধান্তসমূহ তিন শত টাকার স্ট্যাম্পে উভয় পক্ষের এবং সালিশবর্গের স্বাক্ষর সংবলিত লিখিত রয়েছে। সালিশের সিদ্ধান্ত মোতাবেক দ্বিতীয় তলায় উত্তম বসাক তার নিজ অংশের কাজ করছিলেন। কাজের শেষ পর্যায়ে শুক্রবার (২৩ অক্টোবর) অন্য ভাইয়েরা কাজে বাধা দেয়। পরে আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।

About Syed Enamul Huq

Leave a Reply