বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার একটি মসজিদে চুরি করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ওই চোরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। আদালত পরিচালনা করেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ।
আদালত সূত্রে জানা যায়, উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর শাহী মসজিদে রবিবার ভোরে মসজিদের তালা ভেঙে মসজিদের সরঞ্জামাদি চুরি করার সময় স্থানীয় জনগণের হাতে ধৃত হন রুবেল শেখ। সে পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ছুতারকান্দি গ্রামের আবু শেখের ছেলে। চুরির বিষয়টি টের পেয়ে স্থানীয় জনগণ মসজিদের ভেতরে ঢুকে রুবেলকে আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডবিধি ১৮৬০ এর ৩৫৬ ধারায় রবেলকে এক মাসের কারাদণ্ড দেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানে চুরি করার অপরাধে রুবেলকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।