Thursday , 21 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

বোয়ালমারীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিত করন ও কর্ম পরিকল্পনা সভা অনুষ্ঠিত।

বোয়ালমারী ( ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে শনিবার (১৯.০৯.২০) সকালে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিত করন ও কর্ম পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। প. প কর্মকর্তা ডা. খালেদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ , থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান প্রমুখ। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে দুই সপ্তাহ ৬ থেকে ১১ মাস বয়াসী শিশুদের একটি নীল রংয়ের ও ১২ থেকে ৫৯ মাস ২৯ দিন বয়াসী শিশুদের একটি করে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। শুধু মাত্র প্রতিটি ওয়ার্ডের ( পুরাতন) ৮টি সাবব্লকে যে দুইদিন ইপিআই কার্যক্রম চলে উক্ত দুই দিন বাদে এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ ছাড়া দুইটি পুষ্টি বার্তা প্রচার করা হবে যেমন জন্মের পর ১ ঘন্টার মধ্যে শিশুকে সাল দুধ খাওয়ানোসহ প্রথম ৬ মাস শিশুকে শুধুমাত্র মায়ের দুধ খাওয়াতে হবে। ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরের তৈরি সুষম খাবার খাওয়াতে হবে।

About Syed Enamul Huq

Leave a Reply