বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের মুরাইলচর গ্রাম থেকে শনিবার (০৩.১০.২০) ভোরে চোরাই গরু ও চুরি কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানসহ চালককে আটক করেছে থানা পুলিশ। চালক হাদী ইকবালের বাড়ি আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের রুদ্রবানা। থানা সূত্রে জানা যায় শুক্রবার রাত ১০টার দিকে হাদী ইকবাল (৩০) ও মুরাইলচর গ্রামের শিমুল শেখ (৩৫) দুইটি গরু পিকআপ ভ্যানে করে মোহাম্মদপুর উপজেলা থেকে আসার পথে মধুবর্ণি উচ্চবিদ্যালয় পার হয়ে পিকআপটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় লোকজন আগায় আসলে শিমুল গরু দুইটি নিয়ে পালিয়ে যায়। চালক ওই গ্রামের মুক্তার শেখের বাড়িতে গিয়ে পালায়। মুক্তার শেখের বাড়ির ও আশ পাশের লোকজন বুজতে পেরে চালককে ঘরের ভিতর আটকিয়ে রেখে থানা পুলিশকে খবর দেয়। শনিবার সকালে থানার এসআই সাইফুদীন আহমেদ ঘটনাস্থলে পৌছে শিমুল শেখের বাড়ির পশ্চিম পাশে বাশ বাগান থেকে একটি বকনা বাছুর ও একটি গাভী উদ্ধার করে। পরে চালক, পিকআপ ও গরু থানায় নিয়ে আসে। তবে শিমুল পলাতক থাকায় তাকে আটক করতে পারেনি।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান বলেন, দুইটি চোরাই গরু একটি পিকআপ উদ্ধার ও চালাককে আটক করা হয়েছে। তবে গরুর মালিককে এখন পর্যন্ত খুজে পাওয়া যায়নি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। হাদী ইকবালের নামে চুরি মামলাসহ একাধিক মামলা রয়েছে।