বোয়ালমারী( ফরিদপুর) প্রতিনিধি :
উপজেলার গুনবহা ইউনিয়নের সোনানগর গ্রামে সংঘর্ষে হায়াত আলী নিহত হওয়ার ঘটনায় পাশ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়ন আ’লীগের সহসভাপতি উথলী গ্রামের মো. জাহাঙ্গীর হোসেনকে হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছে আ’লীগের নেতাকর্মী ও এলাকাবাসী। রোববার (২০.০৯.২০) বোয়ালমারী উপজেলা পরিষদের সামনে ষ্টেশন রোডে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বানা ইউনিয়নের আ’লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান হাদী হুমায়ন কবির বাবু, ৩নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর শেখ, ওয়ার্ড যুবলীগ সভাপতি হেলাল মোল্যা, ইউপি সদস্য আদু মোল্যাসহ এলাকাবাসী অংশগ্রহণ করে। এ সময় বক্তারা জাহাঙ্গীর হোসেনকে প্রতিপক্ষ রাজনৈতিক প্রতিহিংসাবশতঃ ষড়যন্ত্রমূলকভাবে হায়াত আলী হত্যা মামলার ঘটনায় আসামি করার ঘটনার ক্ষোভ প্রকাশ করে। তারা জাহাঙ্গীর হোসেনকে হত্যা মামলা থেকে অব্যাহতি দেয়ার জন্য স্থানীয় প্রশাসনের কাছে দাবি জানান। উল্লেখ্য গত ৮ সেপ্টেম্বর হায়াত আলী চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। এ ঘটনায় নিহতের নিহতের চাচা আজিম উদ্দিন শেখ ৯ সেপ্টেম্বর ১১ জনকে আসামি করে বোয়ালমারী থানায় হত্যা মামলা দায়ের করেন। দুই দিন পর বাদি পুনরায় জাহাঙ্গীর হোসেনসহ আরও ৫ জনকে হত্যা মামলার আসামি হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য আরেকটি দরখাস্ত দেন।