Tuesday , 4 March 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নতুন সেল গঠন
--সংগৃহীত ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নতুন সেল গঠন

অনলাইন ডেস্কঃ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির মেলবন্ধনে দেশের রাজনীতিতে নতুন এক দলের আবির্ভাব ঘটতে যাচ্ছে আগামী ২৮ ফেব্রুয়ারি।

এর আগে, নিজেদের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে আরো নতুন দুটি সেল গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। নতুন সেল দুটির নাম রাখা হয়েছে ‘ইনফরমেশন রিসার্চ অ্যান্ড কমিউনিকেশন’ এবং ‘প্রাণী ও মৎস্য সম্পদ বিষয়ক’ সেল।

আজ বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ‘ইনফরমেশন রিসার্চ অ্যান্ড কমিউনিকেশন’ এবং ‘প্রাণী ও মৎস্য সম্পদ বিষয়ক’ সেল গঠন করা হয়েছে।

২০ সদস্যবিশিষ্ট ‘ইনফরমেশন রিসার্চ অ্যান্ড কমিউনিকেশন’ সেলের সম্পাদক করা হয়েছে মো. মেহেরাব হোসেন সিফাতকে। সেলের সদস্য হিসেবে রয়েছেন, মো. মেহেরাব হোসেন সিফাত, মো. ফাইয়াজ আহমেদ সাঈদ, মো. ফাহমিন জাফর, মো. ইয়ামিন, মো. শাকিল, মো. মাহফুজুর রহমান, মোসা. নাইমা সুলতানা, মো. ইমতিয়াজ, মো. ইমন মিয়া, মোসা. রিয়া, মো. তাহমিন, মো. শাহরিয়ার হাসান, মো. আব্দুল্লাহ আল মামুন, মো. সাগর আহমেদ, মোসা. নাফিসা হোসেন, মো. ওয়াসিম, মো. সৈকত, মো. ইরফান ভূঁইয়া, সজীব সরকার ও মো. রিদোয়ান শরীফ প্রমুখ।

অন্যদিকে, ১০ সদস্যবিশিষ্ট ‘প্রাণী ও মৎস্য সম্পদ বিষয়ক’ সেলর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এস এম ফয়েজউল্লাহ।

About Syed Enamul Huq

Leave a Reply