প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘যারা মানুষ মেরে ভীতি সৃষ্টি করে নির্বাচন বানচাল করতে চায়, তারা তো ২০১৩ ও ২০১৪-তেও এটি পারেনি। তাহলে আবার কেন এই আগুনে পোড়ানো। বেশ ভালোই খেলা চলছে। একজন লন্ডনে বসে হুকুম দেয় আর এখানে তার কিছু চ্যালা আছে আগুন দেয়।
এই খেলা, দুর্বৃত্তপনা বাংলাদেশের মানুষ মেনে নেবে না।’
গতকাল মঙ্গলবার ট্রেনে অগ্নিসংযোগের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘তাদের (বিএনপি) বোঝা উচিত এ দেশের মানুষ নির্বাচন চায়, ভোট দিতে চায়।
আমরা ভোটে সব উন্মুক্ত করে দিয়েছি। কিন্তু সেখানে আমরা দেখলাম, রেলে আগুন দিল, একটা মা সন্তানকে নিয়ে আগুনে পুড়ে মারা গেল। এর চেয়ে কষ্টের দৃশ্য বোধ হয় আর কিছু হতে পারে না। যারা এই অগ্নিসন্ত্রাসের ঘটনা ঘটাচ্ছে তাদের কারো ক্ষমা নাই।
প্রচারণায় কী বার্তা দেওয়া হবে এ প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, ‘আমার তো বার্তা একটাই- দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। আমরা নির্বাচনী প্রচারকাজ শুরু করেছি, আজ সিলেটে এসেছি।
এরপরও আরো কয়েকটি জনসভা করব। ভিডিও কনফারেন্সের মাধ্যমেও যোগাযোগ করা হবে।’