ঈদের বাকি আর মাত্র দুই দিন। এখনো তারা বেতন-বোনাস পাননি। ঈদে কিভাবে সন্তানের মুখে হাসি ফোটাবেন বলে কান্নায় ভেঙে পড়েছেন শ্রম ভবনের সামনে আন্দোলনরত পোশাক শ্রমিকরা।
গত ২৩ মার্চ থেকে শ্রম ভবনের সামনে অবস্থান নেওয়া শ্রমিকরা বলছেন, ‘আজ শনিবার বিকেল ৪টার মধ্যে দাবিদাওয়া মেনে না নিলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেবেন।
’শ্রম ভবনের সামনে বর্তমানে ৩০০ শতাধিক শ্রমিক অবস্থান করছেন। তাদের বেশির ভাগই নারী। অনেকেই কান্না করছেন। তারা বলেন, তিন মাস ধরে বেতন দেওয়া হচ্ছে না।
দুই দিন পর ঈদ, হাতে কোনো টাকা নেই। কিভাবে এই ঈদে সন্তানের মুখে হাসি ফোটাব।শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের বক্তব্য প্রত্যাখ্যান করে তিন মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবিতে গতকাল বাসন হাতে ভুখা মিছিল করেছেন শ্রমিকরা। শ্রমিকরা জানান, বেতন-বোনাস না নিয়ে তারা বাড়ি ফিরে যাবেন না। প্রয়োজনে শ্রম ভবনেই ঈদ করবেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, বাড়িতে ছেলে-মেয়েরা না খেয়ে আছে। বেতন ছাড়া বাড়ি গেলে ওদের সামনে মুখ দেখাব কেমন করে!