Friday , 28 March 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বৃষ্টির জন্য কু‌ড়িগ্রা‌মে সালাতুল ‘ইসতিসকার’ নামাজ আদায়
সংগৃহীত ছবি

বৃষ্টির জন্য কু‌ড়িগ্রা‌মে সালাতুল ‘ইসতিসকার’ নামাজ আদায়

অনলাইন ডেস্কঃ

প্রচণ্ড দাবদাহ থে‌কে মুক্তি পে‌তে ক‌ু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে বৃ‌ষ্টির জন‌্য সালাতুল ‘ইসতিসকার’ নামাজ ও বি‌শেষ দোয়া অনুষ্ঠিত হ‌য়ে‌ছে। বুধবার (২৪ এপ্রিল) সকাল ৮টায় উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মাঝবিল ঈদগাহ মাঠে এ নামাজ অ‌নু‌ষ্ঠিত হয়। মাওলানা মিনহাজুল ইসলামের ইমামতিতে নামাজে অংশ নেন উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত মুসল্লিরা।

নামাজে অংশ নেওয়া আব্দুল আউয়াল, আক্কাছ আল‌ী, মোজাফ্ফর আলীসহ ক‌য়েকজন মুসল্লি জানান, টানা ক‌য়েক‌ দি‌নের প্রচণ্ড দাবদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

নামাজের ইমাম চিলমারী রাজার ভিটা ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ ড. মিনহাজুল ইসলাম ব‌লেন, প্রচণ্ড দাবদাহ থে‌কে মু‌ক্তি পে‌তে দুই রাকাত ইসতিসকার নামাজ আদায় করা হয়।

About Syed Enamul Huq

Leave a Reply