Thursday , 21 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বিশেষ সতর্কীকরণ বিজ্ঞপ্তি

বিশেষ সতর্কীকরণ বিজ্ঞপ্তি

জোসেফ ডি কস্টা, তিনি এই পত্রিকায় এক সময় কাজ করতেন। তিনি সম্পাদকের অত্যন্ত বিশ্বাসভাজন ছিলেন।
২৪ বছরের পত্রিকা দৈনিক সকালবেলার (Domain & Hosting) পরিচালনা করাসহ dainiksakalbela.com অনলাইন ভার্সন এডমিন এবং ফেইসবুক পেইজ (দৈনিক সকালবেলা)র নামে এডমিন পরিচালনার দায়- দায়িত্ব দেয়া হয়েছিল বিশ্বস্থতার কারণে। কিন্তু মীরজাফর আলী খানঁও বাংলার শেষ নবাব সিরাজ-উদ-দৌলার বিশ্বাসভাজণ ছিলেন। তিনিও ইংরেজদের সাথে আঁতাত করে সিরাজের নবাবী তুলে দিয়েছিলেন ইংরেজদের হাতে। মীরজাফররা যুগে যুগে আছে, থাকবে। মুলত তাদের কিছুই নাই, পরগাছা হিসাবে অন্য গাছের কান্ডে ভর করে তারা চলে। আমি সৈয়দ এনামুল হক, সম্পাদক ও প্রকাশক, দৈনিক সকালবেলা পত্রিকাটি ২৪তম বর্ষে পদার্পণ করেছে। ঘামেভেজা এই সকালবেলা একান্তই আমার, যা কপিরাইট দ্বারা রেজিষ্ট্রেশনকৃত। কপিরাইট রেজিষ্ট্রেশনকৃত সকালবেলার লোগো, যেখানে দৈনিক সকালবেলা তার নিচে The Daily Sakalbela খঁচিত রয়েছে। কপিরাইট রেজিষ্ট্রেশনের একটি কপি সর্তকীকরণ বিজ্ঞপ্তির সাথে সংযুক্ত করলাম। ঐ ব্যক্তি মীরজাফরের ভুমিকায় অবতীর্ণ হয়েছে। মাত্র এক হাজার টাকা দিয়ে (Domain) কিনে অন্যের The Daily Sakalbela কখনো শুধু সকালবেলা আবার কখনো প্রত্যহ সকালবেলার নামে চালাচ্ছে। www.dailysakalbela.com নামে একটি ওয়েভ সাইট খুলে সাইট চালাচ্ছে। মাঝে মাঝে দৈনিক সকালবেলার সম্পাদককে প্রতিষ্ঠাতা সম্পাদক উল্লেখ করে শুভেচ্ছা জানাচ্ছে। এই ধরনের শুভেচ্ছা জানিয়ে সম্পাদককে খুশি করার কোনো সুযোগ নেই। পরের লোগো চুরি করে, সকালবেলার কাছাকাছি লোগো ওয়েভ সাইটে ব্যবহার করে তা একধরনের দৈন্যতাও বটে। আমি অচিরেই কপিরাইট আইনে এবং তথ্য প্রযুক্তি আইনে মামলা করার প্রস্তুতি নিচ্ছি। আমি আশা করব অনতিবিলম্বে তিনি তার ভুল বুঝতে পারবেন এবং আমার কাছে এসে সব কিছু বুঝিয়ে দিয়ে দুঃখ প্রকাশ করবেন।

About Syed Enamul Huq

Leave a Reply