Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বিমানে সোনা চোরাচালান বন্ধ করতে নির্দেশনা দেওয়া হয়েছে: প্রতিমন্ত্রী
--সংগৃহীত ছবি

বিমানে সোনা চোরাচালান বন্ধ করতে নির্দেশনা দেওয়া হয়েছে: প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক:

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী জানিয়েছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং দেশের ভাবমূর্তি রক্ষায় বিমানে সোনা চোরাচালান বন্ধ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত বিএসআরএফ সংলাপে অংশ নিয়ে তিনি একথা বলেন।

বিমানের ফ্লাইটে সোনা চোরাচালান নিয়ে এক প্রশ্নে বিমান প্রতিমন্ত্রী বলেন, ‘কয়েক দিন আগে আমি এয়ারপোর্টে গিয়েছিলাম। বিভিন্ন স্থান পরিদর্শন করেছি।

আমাদের তিনটা গোয়েন্দা সংস্থা বিষয়টি তদারকি করছে। আমরা চাই তাদেরকে (সোনা চোরাচালানকারী ) ধরিয়ে দেওয়া, তাদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা। এরপরও ঘটনাগুলো ঘটেই চলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনারও নির্দেশনা, বিমানে যারা উঠবেন, নামার সঙ্গে সঙ্গে যেন তাদের চেক করা হয়। আমি সেই নির্দেশনা দিয়েছি। সোনা এলো, এটা বড় প্রশ্ন নয়, প্রশ্ন হলো দেশের ভাবমূর্তি। বিমানেরও ভাবমূর্তি। এটা বন্ধ করতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, যেখান থেকে সোনা তোলে সেখানে আমাদের তেমন কিছু করার থাকে না। বিমান যখন যায় তখন এয়ারপোর্টের কাছে হস্তান্তর করা হয়। এটা যখন আসার সময় হয় তখন বিমানটা ক্যাপ্টেনের কাছে দেওয়া হয়। এর মধ্যে কে কী তুললেন, দেখার জন্য আমরা নির্দেশনা দিয়েছিলাম ক্যামেরা সেট করতে। কিন্তু বিমান যেহেতু আন্তর্জাতিক নিয়ম মেনে চলতে হয়। এর বাইরে কিছু করার থাকে না। আমরা (চোরাচালান রোধে) আন্তরিক।

About Syed Enamul Huq

Leave a Reply