বিনোদন রিপোর্টারঃ
‘বিবিবি মিসেস ইউনির্ভাস বাংলাদেশ’ এবার নির্বাচিত হয়েছেন ‘আননূর খান নোলক’। নোলক নেত্রকোনা জেলার মেয়ে। তার পিতার নাম-সাইফ কান বিপ্লব, মাতার নাম-নিগার সাঈদ মুক্তা। গত ১১ নভেম্বর সন্ধ্যায় ঢাকায় এই ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। এতে প্রথম রানার আপ হয়েছেন কানিজ সূর্বণা, তার পিতার নাম মোঃ আব্দুল মজিদ, তিনি যশোহর জেলার মেয়ে। ২য় রানার আপ হয়েছেন মেহেরিন আহমেদ, ৩য় রানার আপ ফারিয়াল কামাল, ৪র্খ রানার আপ ফারহানা নিতু। এই সুন্দরী প্রতিযোগীতায় টপ টেন ফাইনালিস্ট ছিলেন যারা: পান্না, অনন্যা, ফারজানা ইয়াসমিন, আননূর খান নোলক, কানিজ সূর্বণা, মেহেরিন আহমেদ, ফারহানা নিতু, ইয়ানা আজিজ, শিখা ও ফারিয়াল কামাল।
তাছাড়াও এই টপটেন ফাইনালিস্ট থেকে পাঁচজনকে বিশেষ টাইটেল প্রদান করা হয়। তারা হলেন বেস্ট হেয়ার নাসরিন আক্তার, বেস্ট পার্সনালিটি-ইয়ানা আজিজ, বেস্ট কেটওয়ার্ক-ইশরাত জাহান পান্না, বেস্ট পপুলার-অনন্যা ও বেস্ট স্টাইলিস্ট হয়েছেন ফারজানা ইয়াসমিন। সারা বাংলাদেশ থেকে এই সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেন বিবাহিত মেয়েরাও। এদের ভিতর থেকে টপ টুয়েন্টি প্রতিযোগিকে নির্বাচিত করা হয়। ফাইনাল রাউন্ডে টপ টুয়েন্টি থেকে এবার ‘বিবিবি মিসেস ইউনির্ভাস বাংলাদেশ-২০২২’ নির্বাচিত হয়েছেন আন নূর খান নোলক। এর আগে নির্বাচিত সাবেক ‘মুনজারিন অবনি মিসেস বাংলাদেশ এবার ফাইনালিস্টদের ক্রাউন পরিয়ে দেন। এবার প্রতিযোগিতার বিচারকমন্ডলী ছিলেন সিমা হামিদ, দিপা খন্দকার, শিমুল মোস্তফা, মির সাব্বির, মেহেরিন, অভিনেতা শিমুল ও মডেল রুম্পা, আফরোজা পারভিন। প্রজেক্ট ডিরেক্টর ছিলেন-ফারহানা হেলালী জোনাকী। আয়োজক ছিলেন অপুর্ব ডটকম এবং বাংলাদেশ পার্টের সভাপতি অপুর্ব আব্দুল লতিফ। মডেল কোরিওগ্রাফার ছিলেন বুলবুল টুম্বা। টাইটেল স্পন্সর ছিলেন-বিডি বাজেট বিউটি (বিবিবি)। মেকওভার পার্টনার ছিলেন- জাফরিন আর্টিস্ট, ও রেডিও পার্টনার ধনপ রেডিও। অনুষ্ঠানে গান পরিবেশন করেন-সুমি শবনম ও লোপা হোসেন। ছবি সংগ্রহ: রিফাত ও মিন্টু।