Thursday , 3 April 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বিনা ভোটে নির্বাচিত হলে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
--সংগৃহীত ছবি

বিনা ভোটে নির্বাচিত হলে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক:

দ্বাদশ সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ যেন নির্বাচিত হতে না পারেন, সেদিকে দৃষ্টি রাখতে মনোনয়নপ্রত্যাশীদের নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কেউ বিনা ভোটে নির্বাচিত হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আজ রবিবার (২৬ নভেম্বর) গণভবনে দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময়সভায় এমন নির্দেশনা দেন শেখ হাসিনা। সভায় নৌকার মনোনয়নপ্রত্যাশী তিন হাজার ৩৬২ জন অংশ নেন।

দ্বাদশ নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার তাগিদ দিয়ে সরকারপ্রধান বলেন, অন্য দলের প্রার্থী না থাকলে প্রত্যেক প্রার্থীকেই একজন করে দলীয় ডামি প্রার্থী রাখতে হবে।

এর আগে রবিবার সকাল থেকেই গণভবনের প্রবেশপথে মনোনয়নপ্রত্যাশীদের দীর্ঘ লাইন দেখা যায়।

About Syed Enamul Huq

Leave a Reply