বিনা খরচে মালয়েশিয়ায় কাজ করতে যাচ্ছেন বাংলাদেশের ৬৫ জন কর্মী। আজ বৃহস্পতিবার দুপুরে ইউএস বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে এই কর্মীরা ঢাকা থেকে কুয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা হবেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বিনা খরচে কর্মী পাঠানো কর্মসূচির অধীনে এসব কর্মী পাঠানো হচ্ছে। কর্মসূচিটি বাস্তবায়ন করছে বেসরকারি রিক্রুটিং এজেন্সি ক্যাথারসিস ইন্টারন্যাশনাল।
গতকাল বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের হলরুমে আনুষ্ঠানিকভাবে এই কর্মীদের পাসপোর্ট, ভিসা ও বিএমইটির ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড তুলে দেওয়ার সময় এসব তথ্য জানান বায়রার সাবেক মহাসচিব ও ক্যাথারসিস ইন্টারন্যাশনাল লিমিটেডের কর্ণধার মো. রুহুল আমিন স্বপন।