Sunday , 24 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বিনা খরচে আজ মালয়েশিয়া যাচ্ছেন ৬৫ বাংলাদেশি কর্মী
--ফাইল ছবি

বিনা খরচে আজ মালয়েশিয়া যাচ্ছেন ৬৫ বাংলাদেশি কর্মী

অনলাইন ডেস্ক:

বিনা খরচে মালয়েশিয়ায় কাজ করতে যাচ্ছেন বাংলাদেশের ৬৫ জন কর্মী। আজ বৃহস্পতিবার দুপুরে ইউএস বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে এই কর্মীরা ঢাকা থেকে কুয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা হবেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বিনা খরচে কর্মী পাঠানো কর্মসূচির অধীনে এসব কর্মী পাঠানো হচ্ছে। কর্মসূচিটি বাস্তবায়ন করছে বেসরকারি রিক্রুটিং এজেন্সি ক্যাথারসিস ইন্টারন্যাশনাল।

রুহুল আমিন স্বপন বলেন, ‘কম খরচে বিদেশে কর্মী পাঠাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগের বাস্তবায়নের জন্য এই পদ্ধতি সহায়ক ভূমিকা পালন করবে। এর ফলে বাংলাদেশি কর্মীদের অভিবাসন খরচ কমবে এবং রেমিট্যান্স আয় উল্লেখযোগ্য হারে বাড়বে। এই পদ্ধতিতে কর্মী পাঠানোর ফলে বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে ইতিবাচক ধারা চালু হচ্ছে। শুরুতে কর্মী বাছাইয়ের ক্ষেত্রে পিছিয়ে থাকা ও অসহায় পরিবারকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।’

About Syed Enamul Huq

Leave a Reply