Friday , 1 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বিদেশগামীদের সচেতন ও দক্ষ হতে হবে: জেলা প্রশাসক

বিদেশগামীদের সচেতন ও দক্ষ হতে হবে: জেলা প্রশাসক

নোয়াখালী প্রতিনিধি: বাংলাদেশ থেকে যারা বিদেশে যান তাদের জেনে বুঝে তথ্য নিয়ে দক্ষ হয়ে বিদেশ যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান তিনি বলেন, নোয়াখালী অভিবাসন প্রবণ জেলা বেশিরভাগ অভিবাসী মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গমন করে, তাই এখানে সবাইকে সচেতন করার কাজ বেশি বেশি করতে হবে পাশাপাশি বিদেশ ফেরতদের সেবা দিতে হবে সবাই মিলে

আজ ১৪ ফেব্রয়ারি ২০২২ ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম কর্তৃক আযোজিত জেলা পর্যায়ে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে তিনি এই কথা বলেন বিদেশগামীদের আরবী ভাষাসহ প্রশিক্ষণ কেন্দ্র খোলার জন্য টিটিসিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ জানান তিনি ব্র্যাকের নানা কাজের উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, জনপ্রতিনসহ সবাইকে মাঠ পর্যায়ে সচেতন করার কাজ করতে হবে

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন মাসুম ইফতেখারস্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোহাম্মদ আবু ইউসুফ অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাজীব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীন অভিবাসন বিদেশ ফেরতদের অবস্থা এবং নোয়াখালীর চিত্র তুলে ধরেন ব্র্যাক মাইগ্রেশন কর্মসূচি প্রধান শরিফুল হাসান 

অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন ব্র্যাকের জেলা সমন্বয়ক নুরুজ্জামান অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সিনিয়র তথ্য অফিসার আবদুল্লাল মামুন জেলা জনশক্তি কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক আবু ছালেক এছাড়া সরকারি বেসরকারি নানা দপ্তরের কর্মকর্তা সাংবাদিকসহ বেসরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন

About Syed Enamul Huq

Leave a Reply