জবি প্রতিনিধি :
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মুজিবমঞ্চ কাঁপল বিজয়ের উৎসবে। শুক্রবার সন্ধ্যা থেকে মুজিবমঞ্চে জবি আবৃত্তি সংসদ, সাংস্কৃতিক কেন্দ্র, উদীচী ও মুক্তমঞ্চের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে উৎসবমুখর হয়ে উঠে ক্যাম্পাস।
জবি আবৃত্তি সংসদের পরিবেশনার মধ্যে ছিল দলীয় প্রযোজনা ‘বিজয়ের ইতিবৃত্ত’, ‘সৃষ্টি সুখের উল্লাসে’, ‘আমি আজ কারো রক্ত চাইতে আসিনি’ এবং একক আবৃত্তি প্রযোজনা ‘স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো’।
এসময় সংগঠনগুলোর শিল্পীরা আবৃত্তি, গান, নৃত্য, নাটকসহ নানান আয়োজনে মুগ্ধ করে রাখে দর্শকদের। এসময় বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা ও সামাজিকবিজ্ঞান অনুষদে দর্শকদের উচ্ছ্বাস দেখা যায়। দীর্ঘদিন পর ক্যাম্পাসকে উৎসব মুখর হতে দেখে আনন্দিত শিক্ষার্থীরাও।
এদিন সংগঠনগুলোর অনুষ্ঠান সঞ্চালনা করেন জবি সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম ভূঁইয়া, জবি আবৃত্তি সংসদের সাধারণ সম্পাদক আনন্যামা নাসুহা নুহিন এবং নিগার নিশাত। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল, সহকারী প্রক্টর, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীরাসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।