আন্তর্জাতিক ডেস্ক:
পশ্চিমবঙ্গ জয়ের লক্ষ্যে চমকপ্রদ ইশতেহার প্রকাশ করেছে বিজেপি। চাকরিতে নারীদের জন্য ৩৩ শতাংশ কোটা সংরক্ষণ, গণপরিবহনে বিনামূল্যে যাত্রা থেকে শুরু করে সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কমিশনসহ একের পর এক অত্যাশ্চর্য প্রতিশ্রুতি দিয়ে শোরগোল ফেলে দিয়েছে বিজেপি শিবির। এবার বিজেপির সেই ইশতেহারকেই বিশ্বাস না করতে পশ্চিমবঙ্গবাসীকে আহ্বান জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি।
সম্প্রতি পুরুলিয়াতে সভা করে পুরো অঞ্চল পাল্টে দেওয়ার দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন সেই পুরুলিয়া থেকেই মমতা বলেন, ‘ত্রিপুরা, আসামের ইশতেহার দেখুন বিজেপির। সেখানে সবাইকে স্থায়ী কর্মী করবে বলেছিল। কিন্তু কিছুই হয়নি। ইশতেহারে ওঁরা যা বলবে, করবে না, এখন বাংলায় এসে শুধুই মিথ্যে কথা বলে বেড়াচ্ছে। বিজেপিতে মেয়েদের কোনো সম্মান নেই। মিথ্যে স্বপ্ন দেখাচ্ছে। বলেছিল ১৫ লাখ টাকা দেবে, দিয়েছ? বিজেপিকে বিশ্বাস করবেন না। ওঁরা বিশ্বাসঘাতকের দল। দানব, দৈত্য, রাবণ, থেকে সাবধান।’
এখানেই শেষ নয়, বরং বিজেপির নির্বাচন জিততে কারসাজিও করছে বলে অভিযোগ আনেন মমতা। তিনি বলেন, ‘ওঁরা নির্বাচনে জিততে টাকা ছড়াচ্ছে। নির্বাচনের আগে টাকা দিয়ে বলবে, বিজেপিকে ভোট দে। এটা কিন্তু ওঁদের টাকা নয়, সাধারণ মানুষের টাকা। কোটি-কোটি টাকা ওঁরা চুরি করেছে, এই টাকা দিয়ে ভোট দেবেন না। ভোট মিটলেই দেখবেন সব পালাবে। আর আসবে না। তার আগে মানুষে-মানুষে ভেদ তৈরি করবে। বিশ্বাস করবেন না।’