দ্বাদশ জাতীয় নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি থেকে চারবারের নির্বাচিত সংসদ সদস্য ডা. জিয়াউল হক মোল্লা। সরকারের অধীনে নির্বাচনে অংশ নেওয়ার ব্যাখ্যায় তিনি বলেছেন, ‘আমি এই দাসপ্রথা থেকে, এই দাসের রাজনীতি থেকে বেরিয়ে আসতে চাই।’
জিয়াউল হক আরো বলেন, ‘বিএনপিতে আমার যারা বন্ধু, তারা সবাই নির্বাচন করতে চায়। হয়তো এলাকার পরিস্থিতি ভিন্ন হওয়ার কারণে তারা সাহস পায়নি, আমি এই সাহস দেখিয়ে ঝুঁকিটা নিয়েছি।
গতকাল বুধবার দুপুরে কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মেরিনা আফরোজের কাছে মনোনয়নপত্র জমা দেন জিয়াউল হক। মেরিনা আফরোজ জানান, আজ বুধবার পর্যন্ত এ আসনে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে চারজন স্বতন্ত্র প্রার্থী।
মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি রাজনৈতিক অভিজ্ঞতা থেকে অনুধাবন করেছি, বিএনপি নির্বাচন করলেও আমি হয়তো মনোনয়ন পাব না।
এখানে জোর করে জনগণ যাদের চায় না, অনৈতিকভাবে তাদের মনোনয়ন দেওয়া হয়েছে।’
বগুড়া-৪ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন কাহালু উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন কবিরাজ।
কাহালু উপজেলা বিএনপির সভাপিত ফরিদুর রহমান বলেন, ‘এলাকায় জিয়াউল হক মোল্লার সুনাম রয়েছে। এবার নির্বাচনে অংশ নিলে বিএনপির দরজা তাঁর জন্য চিরতরে বন্ধ হয়ে যাবে।
বিএনপির কোনো নেতকর্মী তার সঙ্গে নেই।’
ডা. জিয়াউল হক মোল্লা বগুড়া-৪ আসনে ১৯৯৪ সালের উপনির্বাচনে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এর আগে এই আসনে তাঁর বাবা আজিজুল হক মোল্লা সংসদ সদস্য ছিলেন। এরপর জিয়াউল ষষ্ঠ, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনেও বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
নির্বাচন সুষ্ঠ হওয়ার ব্যাপারে জিয়াউল হক বলেন, এবার নির্বাচনে আন্তর্জাতিক চাপ আছে, এখানে অনেকের দৃষ্টি থাকবে; তাই আমার বিশ্বাস এ নির্বাচনে কেউ কারচুপি করতে পারবে না।