অনলাইন ডেস্ক:
রাজধানীর গোলাপবাগ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) গণসমাবেশে অসংখ্য নেতাকর্মী জড়ো হয়েছেন। বিএনপির সমাবেশ স্থলের ওপরে হেলিকপ্টারের মাধ্যমে নজরদারি করছে র্যাব। কিছুক্ষণ পর পর আকাশে র্যাবের হেলিকপ্টার টহল দিতে দেখা যাচ্ছে। পাশাপাশি কমলাপুরসহ আশপাশের এলাকায় নিরাপত্তা বজায় রাখতে অবস্থান নিয়েছে র্যাব সদস্যরা।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, সমাবেশ স্থলে সার্বিকভাবে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের কার্যক্রম পরিচালিত রয়েছে। কোনো প্রকার বিশৃঙ্খল পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেজন্য উপর থেকে র্যাবের হেলিকপ্টার দিয়ে টহল ও নজরদারি করা হচ্ছে।
র্যাব জানায়, সমাবেশ স্থল ও আশপাশের এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। বিশৃঙ্খল পরিস্থিতি ও নাশকতার রোধে র্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। র্যাবের গোয়েন্দা ইউনিট সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে। পাশাপাশি র্যাবের ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল ইউনিট, স্ট্রাইকিং ফোর্স তৈরি রয়েছে।
সূত্র: কালের কন্ঠ অনলাইন