আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির সঙ্গে শর্তযুক্ত কোনো সংলাপ হবে না। আগে তাদের দেওয়া চারটি শর্ত প্রত্যাহার করতে হবে। সংলাপের চিন্তা করব তখন, যখন শর্ত থাকবে না। সংলাপ হবে শর্তমুক্ত।
রবিবার দুপুরে সড়ক পরিবহন ও সেতু বিভাগের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয়ে বক্তব্য রাখার সময় তিনি এসব কথা বলেন। নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিয়ে সরকারের কোনো দ্বিমত নেই বলেও তিনি জানিয়েছেন।
তারা নির্বাচন নিয়ে পর্যবেক্ষণ করতে পারে। কিন্তু তারাও শর্ত দিতে পারে না। সুষ্ঠু নির্বাচন আমরা করতে চেয়েছি। আমরা করছি কি না সেটা তারা দেখবে।
কাদের বলেন, ‘তাদের (যুক্তরাষ্ট্র) কথামতো নির্বাচন করতে হবে কেন? কূটনৈতিক বিষয় সব সময় প্রকাশ্যে আলোচনা হয়। অনেক সমঝোতা ভেতরে হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রয়াস অব্যাহত আছে।’