অনলাইন ডেস্ক:
বিএনপির দলীয় সংসদ সদস্যদের পদত্যাগের পর জাতীয় সংসদের শূন্যঘোষিত পাঁচ আসনে ভোটগ্রহণ আগামী বছরের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আজ রবিবার (১৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভা শেষে এসব তথ্য জানান ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম। তিনি জানান, এই উপনির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন ৫ জানুয়ারি।
বাছাই ৮ জানুয়ারি। আর প্রত্যাহারের শেষ দিন ১৫ জানুয়ারি।
ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম আরো জানান, সব আসনের সব কেন্দ্রেই ইভিএমে ভোট গ্রহণ করা হবে। সিসিটিভি থাকবে কিনা- পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
সূত্র: কালের কন্ঠ অনলাইন