এক দশক আগে রাজধানীর ধানমণ্ডি থানায় নাশকতার অভিযোগে করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবসহ বিএনপি ও জামায়াতে ইসলামীর আট নেতাকর্মীকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম আজ রবিবার এ রায় দেন। দণ্ডবিধির ১৪৭ ধারায় এক বছর এবং ৪৩৫ ও ১৪৯ ধারায় প্রত্যেক আসামিকে দুই বছর করে মোট তিন বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ জরিমানা পরিশোধ না করলে প্রত্যেক আসামিকে এক মাস করে মোট দুই মাস কারাভোগ করতে হবে।
মোয়াজ্জেম হোসেন আলালের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ বলেন, ‘তিন বছরের কারাদণ্ড একসঙ্গে চলবে বলে রায়ে উল্লেখ করেছেন আদালত। ফলে দণ্ডিতদের দুই বছর কারাদণ্ড ভোগ করতে হবে।
তবে এ রায়ের বিরুদ্ধে মহানগর দায়রা জজ আদালতে আপিল করা হবে।’
পরে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়। বিচারে ১৭ জন সাক্ষীর মধ্যে ছয়জনের সাক্ষ্য নেন আদালত। রায়ের পর দণ্ডিতদের মধ্যে গ্রেপ্তার আসামিদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়। আর পলাতকদের বিরুদ্ধে গেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।