গাজীপুর প্রতিনিধিঃ
যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদশে কৃষি গবষেণা ইন্সটিটিউট বারিতে ২১ ফেব্রুয়ারি ২০২৪ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উদযাপিত হয়েছে। একুশের প্রথম প্রহর রাত ১২:০১ মিনিটে বারির মহাপরিচালক ড. দেবাশীষ সরকার এর নেতৃত্বে পরিচালকবৃন্দ, বিজ্ঞানী, র্কমর্কতা, র্কমচারী, শিক্ষক,
শ্রমিক ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ইন্সটিটিউটের শহীদ মিনারে পুস্পস্তবক র্অপণ
করার মধ্য দিয়ে দিবসের র্কমসূচি শুরু হয়। দিনের অন্যান্য র্কমসূচরি মধ্যে ছিলো জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক র্অপণ, মহান ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইন্সটিটিউটের সকল স্তররে বিজ্ঞানী র্কমর্কতা, র্কমচারী, শ্রমিক, শিক্ষক এবং বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে প্রভাতফেরি।প্রভাতফেরি শেষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উপলক্ষে সংক্ষপ্তি
আলোচনা অনুষ্ঠান। আলোচনা অনুষ্ঠানে বারি এর মহাপরিচালক ড. দেবাশীষ সরকার, পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ, পরিচালক (সবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম,পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. তারিকুল ইসলাম, পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. মো. নজরুল ইসলাম, পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. মুন্সী রাশীদ আহমদ, বারি বিজ্ঞানী সমিতি (বারসিা), বারি র্কমচারী কল্যাণ সমিতি (বারকিা) এবং বারি
শ্রমিক সমিতির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এছাড়াও দিনের কর্মসূচির অংশ হিসেবে বাদ যোহর বারি’র সকল মসজিদে ভাষা শহীদদের
রুহের মাগফেরাত ও দেশের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা
হয়। সন্ধ্যায় বারি’র মন্দির ও র্গীজায় বিশেষ র্প্রাথনা করা হয়।