মোহনগঞ্জ ( নেত্রকোণা) সংবাদদাতা।নেত্রকোণা জেলার বারহাট্রা উপজেলার সিংধা ইউনিয়নে সিংধা গ্রামে বাণিজ্যিক ভাবে সূর্যমুখী ফুল চাষ করায় প্রতিদিনই পর্যটকদের মন কেড়ে নিয়েছে ফুল বাগানে।আজ (২৮ ফেব্রুয়ারি) রবিবার বিকালে সিংধা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শাহ মাহবুব মোর্শেদ কাঞ্চান এর সিংধা গ্রামে শতশত যুবক-যুবতী সহ বিভিন্ন বয়সের লোক বাগান দেখতে ও ছবি তোলে আনন্দ উপভোগ করতে দেখা যায়। সামিয়া ইসলাম ফারহানা ও ফাইজা ইসলাম ফাইজা সূর্যমুখী ফুলের মনোরম দৃশ্য দেখার জন্য সিংধা গ্রামের সিংধা মৌজায় ছুটে যায়। তারা বাগানের চতুরদিক ঘুরে ফুলসহ গাছ দেখে আনন্দ পায়। তারা মনের আনন্দে ছবি তোলে ফেইসবুকে পোষ্ট দেয়। তারা আর বলে আমাদের মত অনেকই গিয়েছে। আজ ১৫ দিন হয় নেত্রকোণা ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার লোকজন ছুটে আসছেন। দিন দিন লোক বাড়ছে। পরিচর্যা কর্মীরা লোক সামাল দিতে হিমশিম খাচ্ছে। সাড়ে নয় কাঠা জমিতে ইউপি চেয়ারম্যান সাহেব সূর্যমুখী ফুল বাগান করেছেন। পর্যটক স্পর্ট হিসাবে দুই জেলার ভ্রমণ প্রিয়াসীদের মন কেড়ে নিয়েছে। প্রেমিক- প্রমিকা ছাড়া ও আবাল বৃদ্ববনিতারা এক নজর দেখার জন্য প্রতিনিয়তই ভিড় করছে। প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা ও ভ্রমণ করে ফেইসবুকে ছবি পোষ্ট দিচ্ছেন।