বিশ্বকাপে ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছিল না পাকিস্তান অধিনায়ক বাবর আজমের। একের পর এক ইনিংসে ব্যর্থ হচ্ছিলেন তিনি। চারদিক থেকে আসছিল সমালোচনাও। তবে সমালোচনার জবাবটা ব্যাট হাতেই দিলেন বাবর।
হাঁকালেন অর্ধশত, দেশকে তুললেন ফাইনালে। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪২ বলে ঝকঝকে ৫৩ রানের ইনিংস খেললেন। ম্যাচের পর বাবর জানালেন, এখনই উচ্ছ্বাসে ভাসছেন না তাঁরা। তাঁদের ফোকাস ফাইনালে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাক দলপতি বলেন, ‘আমরা গত তিন ম্যাচে দারুণ পারফর্ম করেছি। ধন্যবাদ জানাই দর্শকদের। মনে হচ্ছে আমরা ঘরেই খেলছি। প্রথম ছয় ওভারে শুরুটা ভালো হয়েছিল। পরে আমাদের স্পিন আক্রমণও ভালো হয়েছিল। ফাস্ট বোলাররাও ভালোভাবে শেষ করেছে। ’
বাবর আরো বলেন, ‘ব্যাটিংয়ে আমাদের পরিকল্পনাই ছিল প্রথম ছয় ওভারের পুরো ফায়দা নেওয়া। কারণ জানতাম শেষ দিকে অন্যরা বাকি কাজটা করে দিতে পারবে। আমরা এই মুহূর্তটা উপভোগ করছি। কিন্তু আমাদের ফোকাস থাকবে ফাইনালের দিকে।