নয়ন চক্রবর্তী, বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানে অটোরিকশা ও মিনি টাটা পিকাপ ট্রাক মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক নিহত হয়েছে।বৃহস্পতিবার (১১মার্চ) বেলা ৩টায় বান্দরবান সদরস্থ বালাঘাটা মুসলিম পাড়া লেবুঝিড়ি রাস্তার মাথা নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যাক্তির নাম শৈ চাউ মার্মা (৩০),পিতাঃ কালাচাঁন মার্মা, গ্রামঃ থোয়াগ্যা পাড়া,কুহালং ইউপি, বান্দরবান সদর।
স্থানীয় সুত্রে জানাযায় বালাঘাটা থেকে অটোরিকশা নিয়ে থোয়াংগ্যা পাড়া যাওয়ার পথে বিপরিতগামী মোঃজাহেদ মিয়া(২৮)পিতাঃ মোঃফেরদৌস মিয়া,১নং ওয়ার্ড হাইস্কুল পাড়া,বান্দরবান সদর এর লাল রংগের টাটা পিকাপ মুখোমুখি সংঘর্ষ হলে পিকআপের সামনের অংশ অটোরিকশা চালক শৈ চাউ মার্মা’র গলায় আঘাত করলে সে গুরুত্বর আহত হন। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল হতে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বান্দরবান সদর থানা পুলিশ উপ-পরিদর্শক পিয়াল পালিত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
