বান্দরবান প্রতিনিধিঃ মানবতার সেবায় বান্দরবানে অসহায় – সুবিধা বঞ্চিত মানুষের সেবায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বান্দরবান সেনা জোন।সোমবার (৩ মে) বিকালে বান্দরবান সদরস্থ বনরুপা পাড়ার সিদ্দিক নগর এলাকায় এ সহায়তা প্রদান করা হয়। বান্দরবান সেনা জোন সুত্রে জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনী দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই আর্তমানবতার সেবায় অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ত্রাণ সহ বিভিন্ন সামাজিক ও মানবিক সহায়তা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় ২৪ পদাতিক ডিভিশনের নির্দ্দেশে, বান্দরবান সেনারিজিয়নের তত্বাবধানে,বান্দরবান সেনা জোনের রিচালনায় আজ বান্দরবান সদরাধীন বনরুপাড়ার সিদ্দিক নগর এলাকায় অসহায়-সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে ৭০ পরিবারের মাঝে প্রতি পরিবারকে মানবিক সহায়তা হিসেবে ৫ কেজি চাউল,২ কেজি আটা, ১ কেজি লবন,১ কেজি চিনি,৫০০ গ্রাম তৈল, ১ কেজি ছোলা, ২ কেজি বুটের ডাল বিতরণ করেন।ত্রাণ পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অসহায়-সুবিধা বঞ্চিত মানুষগণ।ত্রাণ বিতরন কালে ভবিষ্যতেও দেশের যেকোন ক্রান্তিলগ্নে এধরণের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন