Thursday , 21 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বান্দরবানকে হঠাৎ করে অশান্ত করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
--সংগৃহীত ছবি

বান্দরবানকে হঠাৎ করে অশান্ত করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্কঃ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পার্বত্য এলাকায় ব্যাংক ডাকাতির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে এ বিষয়টি সরকার এখন আর হালকাভাবে নিচ্ছে না। এটি পরিকল্পিত কোনো ঘটনা কি না, তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। যারাই ঘটনায় জড়িত থাকুক, কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বান্দরবানের ঘটনার কোনো গোয়েন্দা পূর্বাভাস ছিল না। অপহরণের শিকার ব্যাংকের ব্যবস্থাপক নেজাম উদ্দিনকে খুব শিগগিরই উদ্ধার করা হবে। সে প্রচেষ্টা চলছে।

এদিকে বিভিন্ন শিল্প কারখানায় আগুনের ঘটনা ঘটছে। এগুলো নিয়েও তদন্ত চলছে।’ঈদ বা পহেলা বৈশাখ নিয়ে কোনো আশঙ্কার তথ্য নেই জানিয়ে তিনি বলেন, ‘না আসলেও আমরা স্পষ্ট করে বলে দিয়েছি, কোনো হুমকি না থাকলেও আমরা যা প্রতিরোধমূলক ব্যবস্থা, সেগুলো নেওয়া হবে।’ এখানে ভূ-রাজনৈতিক কোনো ব্যাপার আছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের কাছে এখনো এ ধরনের কোনো তথ্য নেই। অনেক কিছুই হতে পারে কিন্তু না জেনে, তথ্য না পেয়ে আমরা বলতে পারছি না।

About Syed Enamul Huq

Leave a Reply