বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে অপ্রতিষ্ঠানিক খাতে নিয়োজিত বর্জ্য, পয়:বর্জ্য এবং পরিচ্চন্নতাকর্মীদের মর্যাদাপূর্ন জীবন এবং আর্থসামাজিক ক্ষমতায়ন বিষয়ক নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রাকটিকাল এ্যাকশন ও ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহযোগিতায় এবং বাগেরহাট কর্মজীবী নারীর সহযোগিতায় শহরের একটি রেডি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বাগেরহাট সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন। এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সমবায় অফিসার দেবব্রত মিত্র, সিভিল সার্জন প্রতিনিধি মেডিকেল অফিসার ডা: সুব্রত দাস,বাগেরহাট পৌরসভার সেনিটারী ইন্সপেক্টর মো: রোকুনুজ্জামান, বাগেরহাট পৌরসভার নিয়োজিত বিভিন্ন পরিচ্চন্ন সমিতির প্রধান, সুপারভাইজার, সাংবাদিক , এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।সভায় বক্তারা বলেন আমাদের সমাজে পরিচ্চন্নতা কর্মীরাই হল আসল হিরো কারন তারা আমাদের পরিবেশটা নোংরা থেকে রক্ষা করে। তাদের অবদান আমরা অস্বিকার করতে পারব না। তারা আরও বলেন পরিচ্চন্নতা কর্মীদের কাজের যে মজুরি দেওয়া উচিত সেটা আমরা দিতে পারছি না। আমাদের উচিত তাদের কাজের মজুরি বৃদ্ধি করে সঠিক মুল্যায়ন করা।